• সই জাল করে মামলা! তদন্ত করাবে হাইকোর্ট
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৫
  • এই সময়: দিঘায় ৩০ এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই কাঁথিতে হিন্দুত্ববাদী একটি সংগঠন আয়োজন করেছে একটি অনুষ্ঠানের, যেখানে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

    কাঁথিতে ৩০ তারিখ ওই অনুষ্ঠানের অনুমতি পুলিশ না–দেওয়ায় কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। আর সেই মামলার নথিতেই সই জালের অভিযোগ ওঠায় বৃহস্পতিবার হাইকোর্ট এ নিয়ে তদন্তের হুঁশিয়ারি দিয়েছে।

    এ দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘কারও সই জাল করে নথি দেওয়া হয়ে থাকলে আগে সেই নথি সিএফএসএলে পাঠাব। সেই রিপোর্ট আসার পর গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেবো। কারণ, এটা ঘটে (সই জাল) থাকলে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।’

    যে হিন্দুত্ববাদী সংগঠনের তরফে কাঁথিতে ৩০ এপ্রিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার সভাপতি রামেশ্বর বেরা হাইকোর্টে এসে জানান, তিনি পুলিশের কাছে অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন করলেও হাইকোর্টে মামলার আবেদনপত্রে সই করেননি।

    অথচ মামলার আবেদনে সভাপতি হিসেবে রামেশ্বরের নাম এবং তাঁর সঙ্গে আরও চার জনের নাম রয়েছে। তিনি সই করেননি বলে রামেশ্বর হাইকোর্টে জানানোর পর প্রশ্ন ওঠে, তাঁর সই তা হলে কে করলেন? রাজ্য সরকার এবং মামলায় যুক্ত অন্য সব পক্ষ নথি নিয়ে তদন্তের দাবি তোলে হাইকোর্টে। তার পরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সিএফএসএলে ওই নথি পরীক্ষার জন্য আজ, শুক্রবার আদালত নির্দেশ দেবে।

    কাঁথির যে জায়গায় ৩০ এপ্রিলের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই জমি ব্যক্তিগত মালিকানার। জমির মালিকরাও একই অনুষ্ঠান করার অনুমতি নতুন ভাবে চেয়ে মামলা করেন। সেই মামলার শুনানি বৃহস্পতিবার হলেও তা শেষ হয়নি। আজ, শুক্রবার ওই মামলার শুনানি ফের হওয়ার কথা।

  • Link to this news (এই সময়)