• শনিবার থেকে ৩ দিন বন্ধ গ্রিন লাইন মেট্রো, কী ভাবে যাবেন? দেখে রাখুন আগেভাগে
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৫
  • হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ৩ দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ২৬ এপ্রিল, শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত। সিগন্যালিং সিস্টেমের কাজ চলবে। সব ঠিক আছে কি না খতিয়ে দেখবেন আধিকারিকরা। সেই কারণেই গ্রিন লাইনে আগামী ৩ দিন মেট্রো চলবে না।

    কলকাতা মেট্রোর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে শিয়ালদহ স্টেশনে যাওয়ার সাবওয়েও বন্ধ থাকবে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে। তবে ব্লু লাইনে মেট্রো চলবে। পরিষেবা স্বাভাবিক থাকবে। পার্পল ও অরেঞ্জ লাইনেও অন্যান্য দিনের মতোই চলবে মেট্রো।

    গ্রিন লাইনে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (CBTC) চালু হতে চলেছে। এই সিস্টেমই পরীক্ষা করে দেখা হবে। কোনও সমস্য়া থাকলে মেরামত করে হবে তাও। বউবাজারে বিপর্যস্ত অংশের নীচের সুড়ঙ্গ বর্তমানে কী অবস্থায় রয়েছে, তা ২৭ এপ্রিল ঘুরে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।

    এর আগেও ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল। শনিবার ইডেনে পঞ্জাব কিংসের বিরদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতায় খেলা থাকলে রাতে বাড়তি মেট্রো চালানো হয়। কিন্তু পরিষেবা বন্ধ থাকায় বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়তে পারেন দর্শকরা।

  • Link to this news (এই সময়)