পহেলগামে জঙ্গিদের গুলিতে জখম পর্যটকদের শারীরিক অবস্থায় খোঁজ নিতে আজ, শুক্রবার জম্মু-কাশ্মীর যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রয়েছেন আহত পর্যটকরা। সূত্রের খবর, সেখানেই যাবেন রাহুল। হামলায় সময় রাহুল আমেরিকা সফরে ছিলেন। সফর কাটছাঁট করে বৃহস্পতিবার দিল্লি ফিরেছেন বিরোধী দলনেতা।
পহেলগাম হামলায় জড়িত জঙ্গি আসিফ সেখের বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল জম্মু-কাশ্মীর পুলিশ। ত্রালে বাড়ি আসিফের। পুলিশ বুলডোজ়ার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো স্থানীয় জঙ্গি আদিলের বাড়িও। তার বাড়িও ত্রাল এলাকায়। আসিফ ও আদিলকে পহেলগাম হামলার পরপরই একটি ভিডিয়োয় ওই দুই জঙ্গিকে দেখতে পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। তারা নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়েছিল ভিডিয়োয়। এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ মেলেনি।
পহেলগামে জঙ্গি হামলার তিন দিনের মাথায় আজ, শুক্রবার শ্রীনগর যাচ্ছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। একই সঙ্গে, পাকিস্তান যেভাবে সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের চেষ্টা করছে তারও পর্যালোচনা করবেন সেনাপ্রধান।
উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ ঝন্টু আলি শেখ। প্যারা কমান্ডো ছিলেন। বছর দেড়েক আগে পোস্টিং হয় কাশ্মীরে। আজ শুক্রবার তাঁর দেহ বাড়িতে ফিরিয়ে আনার তোড়জোড় চলছে।
SSC ভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন চাকরিহারারা। খোলা আকাশের নীচে রাতভোর বসে আছেন তাঁরা। এ বার আন্দোলনে যোগ দিলেন ‘অযোগ্য’রাও।
শুক্রবারও গরমে পুড়বে বাংলা। পশ্চিমের শুষ্ক হাওয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শনিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে পারদ নিম্নমুখী হতে পারে।
২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও পাকিস্তানের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। সময় যত গড়াচ্ছে উদ্বেগ তত বাড়ছে। শুক্রবার কী পরিস্থিতি বদলাবে? পাকিস্তানের হাত থেকে ফিরিয়ে আনা যাবে জওয়ানকে? সব নজর সেদিকেই।