• মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর, বড়সড় ঘোষণা ইউসুফ পাঠানের
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বহরমপুরে খুব শীঘ্রই শুরু হতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমির কাজ। বৃহস্পতিবার বহরমপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বৃহস্পতিবার বহরমপুরে সংখ্যালঘু ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ পাঠান বলেন, 'এই বিষয়ে আমার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে। আশা করা যায় এই জেলার ছেলে-মেয়েদের ক্রীড়ার মানোন্নয়নে স্পোর্টস আ্যাকাডেমি খুব দ্রুত চালু করা সম্ভব হবে ।' 

    ইউসুফ পাঠান এদিন জানান, স্পোর্টস অ্যাকাডেমির বিষয়ে কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর  বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, এদিনই মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য আরও একটি খুশির খবর শুনিয়েছেন ইউসুফ। তিনি জানিয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কোনও একটি জায়গায় খুব শীঘ্রই চালু হতে পারে একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাকে কেন্দ্র করে এখানে ব্যবসা-বাণিজ্যের পথ সুগম হবে বলে আশাবাদী তিনি।

    এক কথায়, বহরমপুর সহ সমগ্র মুর্শিদাবাদের পর্যটন শিল্পের উন্নতি সাধনে দৃঢ়প্রতিজ্ঞ বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। শুধু তাই নয় পর্যটন শিল্পে মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রিজ তৈরি, রাস্তাঘাট মেরামতের কাজ আগামী ছয় মাসের মধ্যে শুরু হবে বলেও আজ তিনি প্রতিশ্রুতি দেন। ইউসুফ বলেন, মুর্শিদাবাদে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অশান্তির ঘটনা সম্পর্কে আমি অবগত রয়েছি। কিন্তু এই জেলা শান্তি ও সম্প্রীতির জেলা। কেউ কোনও গুজবে কান দেবেন না।
  • Link to this news (আজকাল)