আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমের মধ্যেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস। গত মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম যে তীব্র আকার ধারণ করেছে তাতে নাজেহাল আম আদমি। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। তবে হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কমতে শুরু করবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বেশ কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে টানা পাঁচদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গেও চলছে তাপপ্রবাহ। তবে সেখানেও শনিবার থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। মালদা ছাড়াও দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পংয়ে শনিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী তিন–চারদিন যা বজায় থাকবে।
হাওয়া অফিসের কথায়, শুক্রবার অবধি পশ্চিমের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতাতেও শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে সপ্তাহান্তে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা, দুই ২৪ পরগণা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই টানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। ফলে পারদ কিছুটা নামতে পারে।