আজকাল ওয়েবডেস্ক: বীরভূমে ফের বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার দক্ষিণসিজা গ্রামে। জানা গেছে, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ গ্রামের বাসিন্দা শেখ সুরুজের বাড়িতে আচমকাই বিস্ফোরণ হয়। প্রবল আওয়াজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, একটি কংক্রিটের দেওয়াল কার্যত ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
যাঁদের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তাদের তরফে দাবি করা হয়েছে, বিস্ফোরণের সময় পরিবারের সকলেই ঘুমোচ্ছিলেন। আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠেন তাঁরা। পরিবারের দাবি, কেউ বা কারা তাঁদের বাড়িতে বোমা রেখে গিয়েছিল বা বোমা ছুঁড়েছে। ঘটনা যাই হোক, কিন্তু কেন সেটাই বড় প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাড়িটির ক্ষতি হয়েছে।