• কলকাতায় চলবে গরমের দাপট, আপাতত বৃষ্টির সম্ভাবনা কতটা?
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরমের দাপটে কাবু কলকাতাবাসী। রোদের তেজে চাঁদি ফাটার জোগাড়। পাশাপাশি, বায়ুতে থাকা জলীয়বাষ্পের জেরে পরিস্থিতি আরও ঘোরালো। দরদর করে ঘাম হওয়ায় অস্বস্তিতে শহরবাসী। কলকাতা-সহ গোটা রাজ্যেই চিত্রটা কম বেশি একই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও চড়া।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ডিগ্রি ও ২৯ ডিগ্রি। গতকাল, বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। হাওয়া অফিস বলছে, আজও গরম এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে পুরোদস্তুর।গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতায় যে বৃষ্টপাত হবে, এমন সম্ভাবনাও খুবই কম। তবে, সপ্তাহের শেষে রাজ্যজুড়ে ফের ঝড়বৃষ্টি শুরু হবে। কয়েকদিন ধরে যে প্রচণ্ড গরম চলছে তার থেকে কিছুটা স্বস্তি মিলবে।  শনিবারের পর আর তাপপ্রবাহ পরিস্থিতি কোথাও থাকবে না। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আপাতত শনিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জেলায় থাকবে।    
  • Link to this news (বর্তমান)