আগামী ২ মে প্রকাশিত হবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছর ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।
প্রথমে মনে করা হচ্ছিল, ৩০ এপ্রিল মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে পারে পর্ষদ। কিন্তু ওই দিন অক্ষয় তৃতীয়া। পাশাপাশি ওই দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। ফলে ওই দিন মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বৃহস্পতিবার রেজাল্ট বের হওয়ার চূড়ান্ত তারিখ জানিয়ে দিয়েছে পর্ষদ।
২ মে সকাল ৯টা নাগাদ পর্ষদের তরফে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। প্রথম থেকে দশম স্থানাধিকারী পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে ফলাফল জানা যাবে। পাশাপাশি কয়েকটি মোবাইল অ্যাপের সাহায্যেও রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল ১০ টা নাগাদ পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে পরীক্ষার্থীদের মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে।
চলতি বছরে ৯,৮৪,৮৯৪ জন মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভূক্ত করেছে। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্য জুড়ে মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়। এ বছরেও কড়া নজরদারিতে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। মোবাইল বা ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করায় অনেকের পরীক্ষা বাতিল করা হয়।