অয়ন ঘোষাল: এসে গেল শুক্রবারের আবহাওয়া-সংবাদ। কী জানা গেল? জানা গেল, আজও গরমে পুড়বে বাংলা। পশ্চিমের শুষ্ক হাওয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। শনিবার পর্যন্ত তাপমাত্রা একই থাকলেও সোমবার থেকে নিম্নমুখী পারদ।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গের মালদা জেলাতেও। দক্ষিণবঙ্গের বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে। আগামীকাল শনিবার পর্যন্ত এই আবহাওয়া সহ্য করতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে। সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কলকাতাতেও গরম ও অস্বস্তি চরমে উঠবে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও রবিবার থেকে আবহাওয়ার বদল। দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের নীচের দিকে তিন জেলা-- মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা-- দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইবে।
বৃষ্টি কবে?
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শনিবার বিকেলের দিকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। স্বস্তির বৃষ্টিছোঁয়া পেতে পারে এই জেলাতালিকার মধ্যে রয়েছে-- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ। রবিবার থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়েই। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে থাকবে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। কয়েকটি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কেননা দমকা ঝোড়ো বাতাসের গতি ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে। এই জেলাগুলির মধ্যে রয়েছে-- পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও বীরভূম।
কলকাতা
দিনের তাপমাত্রা আজ, শুক্রবার দুপুরে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রা ১ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সঙ্গে কষ্ট বাড়াবে অস্বাভাবিক আপেক্ষিক আর্দ্রতা। যা পরিস্থিতি কার্যত অসহনীয় করে তুলবে ঘরে-বাইরে। পরশু থেকে হওয়াবদল কলকাতায়। বুধবারের মধ্যে দুই বা তিন দফায় দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস।
পরিসংখ্যান
কাল রাতের তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৮৭ শতাংশ। শুক্রবার দুপুরে কলকাতার ফিল লাইক তাপমাত্রা ৪০ পর্যন্ত পৌঁছতে পারে!