বিধাননগরে অবস্থানরত চাকরিহারা শিক্ষকদের অবস্থানে সংহতি জানিয়ে এলেন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্ব। সংগঠনের রাজ্য সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে ছাত্র পরিষদের প্রতিনিধিরা বৃহস্পতিবার অবস্থানরত শিক্ষকদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শুনেছেন। শিক্ষকদের ‘যুক্তিযুক্ত ও ন্যায্য দাবি’কে সব রকম ভাবে সমর্থনের কথা জানিয়েছেন তাঁরা। প্রিয়াঙ্কার বক্তব্য, “অবিলম্বে যোগ্য-বঞ্চিত শিক্ষকদের দাবি মেনে তাঁদের চাকরি ফেরাতে হবে। যত দিন না সরকার এই সমস্যার সমাধান করছে, ছাত্র পরিষদ রাস্তার লড়াইয়ে থাকবে।”