মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ন্ত্রণ করে রাজনীতি। কিন্তু সাধারণ মানুষের বড় অংশই ইদানিং বলেন, তাঁরা রাজনীতি চান না। এই মনোভাব নিয়ে চললে সমস্যার সমাধান হবে না বলে মনে করিয়ে দিলেন এসইউসি-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। দলের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলকাতায় সমাবেশে প্রবীণ বাম নেতা বলেছেন, ‘‘প্রতিটি মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ন্ত্রণ করছে রাজনীতি। অথচ মানুষ রাজনীতি বুঝতে চান না। মানুষ রাজনীতি বুঝতে চান না বলেই নেতারা তাঁদের প্রতারিত করতে পারে। মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে রাজনীতি বুঝে নিতে হবে। নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।’’ প্রবল গরমেও শহিদ মিনার ময়দানে সমাবেশে ভিড় হয়েছিল চোখে পড়ার মতোই। গণ-আন্দোলনকে শক্তিশালী করার আহ্বানের পাশাপাশি কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ও তাকে ঘিরে বিভাজনের রাজনীতির জিগির, মুর্শিদাবাদের অশান্তির প্রতিবাদ জানানো হয়েছে সমাবেশ থেকে। সিপিএমকে তার ‘সুবিধাবাদী রাজনীতি’ ত্যাগ করে অতীতের ভুলগুলি সর্ব-সম্মুখে স্বীকার করে আবার আন্দোলনের রাস্তায় এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন প্রভাস। সমাবেশে সভাপতিত্ব করেছেন এসইউসি-র কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেরা।