• আজ থেকে তিন দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো আবারও সম্পূর্ণ বন্ধ
    আনন্দবাজার | ২৫ এপ্রিল ২০২৫
  • ইস্ট-ওয়েস্ট মেট্রোয় রেডিয়ো সঙ্কেত-নির্ভর ব্যবস্থায় স্বয়ংক্রিয় উপায়ে ট্রেন চালানোর জন্য দফায় দফায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিভিন্ন পর্বে সেই কাজের জন্য এর আগে বার তিনেক এই মেট্রোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। এ বার ফের কাল, শনিবার ২৬ এপ্রিল থেকে আগামী সোমবার, ২৮ এপ্রিল পর্যন্ত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরো পথে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। নির্ধারিত তিন দিনের মধ্যে সোমবার সপ্তাহের কাজের দিন পড়ায় যাত্রীদের হয়রানির আশঙ্কা থাকছে।

    মেট্রো সূত্রে জানা গিয়েছে, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি)-এ কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে স্বয়ংক্রিয় উপায়ে নির্দেশ পাঠিয়ে ট্রেনের গতি ইচ্ছেমতো বাড়ানো বা কমানো যায়। চাইলে এই ব্যবস্থায় চালক ছাড়াই মেট্রো চালানো সম্ভব।

    এই ব্যবস্থা স্থাপন সংক্রান্ত নানা পর্বের পরীক্ষা-নিরীক্ষা মেট্রোর পক্ষ থেকে অনেক দিন ধরেই চলছে। সেই সব পরীক্ষার ফল সন্তোষজনক হলে তবেই স্বয়ংক্রিয় ব্যবস্থায় ট্রেন চালানো এবং যাত্রী বহনের অনুমতি মিলবে। মেট্রো সূত্রের খবর, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ পথে পরিষেবা খুলে দিতে প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ হয়েছে।

    যাত্রী সুরক্ষার স্বার্থে অগ্নি-নির্বাপণ এবং আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধার সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখার কাজ দমকল কর্তৃপক্ষের তরফে করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, দমকলের পক্ষ থেকে চূড়ান্ত ছাড়পত্র দ্রুত মিলবে।

    এর পাশাপাশি, ট্রেন চালানো এবং যাত্রী পরিষেবা সংক্রান্ত নানা খুঁটিনাটি পরীক্ষা করার জন্য ২৬ থেকে ২৮ এপ্রিলের মধ্যে রেলওয়ে সেফটি কমিশনারও আসতে পারেন। যদিও তাঁর আসার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

    মেট্রোর যাবতীয় ব্যবস্থাপনা পরীক্ষা করে রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র মিললে তবেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ পথে যাত্রী পরিষেবা শুরু করার প্রয়োজনীয় অনুমতি মিলবে।

    মেট্রোর পক্ষ থেকে ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা সংক্রান্ত বকেয়া কাজ দ্রুত সম্পূর্ণ করা ছাড়াও বিভিন্ন ছাড়পত্র সংগ্রহের কাজ কোন পর্যায়ে রয়েছে, তা খতিয়ে দেখে রেলওয়ে সেফটি কমিশনার মেট্রোপথ পরীক্ষা করার দিনক্ষণ জানাতে পারেন বলে সূত্রের খবর।
  • Link to this news (আনন্দবাজার)