এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। আগামী রবিবার পর্যন্ত শহিদ মিনারের সামনে অবস্থান করবেন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। সেখান থেকেই তাঁদের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।
বৃহস্পতিবার রাতে এসএসসি দপ্তরের সামনে ‘যোগ্য’দের সঙ্গে ‘অযোগ্য’দের বিবাদ হয়। অনেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল বলেন, ‘আমরা এখান থেকে অযোগ্যদের সঙ্গে হাতাহাতির ভয়ে সরে যাচ্ছি এমনটা নয়। আমরা চাই না, অযোগ্যদের সঙ্গে কোনও ঝামেলা হোক। সেই কারণেই আমরা এখান থেকে সরে যাচ্ছি।’ যে দাবি নিয়ে তাঁরা আন্দোলন করছিলেন, সেটি ‘আংশিক’ পূরণ হওয়ায় এ বার স্কুলে ফিরছেন তাঁরা।
তবে ইতিমধ্যেই ‘অযোগ্য নয়’ এমন শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। জেলায় জেলায় ডিআই অফিসে সেই তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকায় বিস্তর ত্রুটি রয়েছে বলে দাবি করেন চাকরিহারা শিক্ষকরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ‘ত্রুটিমুক্ত’ তালিকা প্রকাশ করার আবেদন করেছেন চাকরিহারা শিক্ষকরা।
বিষয়টি নিয়ে চিন্ময় বলেন, ‘যোগ্যদের যে তালিকা স্কুলে পাঠানো হয়েছে, সেখানে যোগ্যদের অন্তত ৩০০ জনের নাম নেই। ওই তালিকা এসএসসি সংশোধন করবে বলে আমাদের মৌখিক ভাবে জানানো হয়েছে।’ চাকরিহারা শিক্ষক মেহবুব জানান, তালিকা প্রকাশের কাজটি এসএসসি গুরুত্বের সঙ্গে করেনি। পর্ষদের এই তালিকা প্রকাশ করা উচিত ছিল। অনেক যোগ্য শিক্ষক-শিক্ষিকা, বিশেষ ভাবে সক্ষম শিক্ষক-শিক্ষিকা, বদলি হওয়া শিক্ষক-শিক্ষিকাদের নাম নেই এই তালিকায়। যদিও এসএসসি জানিয়েছে, দীর্ঘদিন তাঁদের সার্ভার আপডেট না হওয়ায় অনেকের চাকরিতে যোগ দেওয়ার তথ্য তাই কমিশন পায়নি। ওই তালিকা সংশোধন করে নতুন তালিকা ডিআই অফিসে পাঠানো হবে।