এই সময়: পহেলগামে পর্যটকদের উপরে জঙ্গিহানার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বৃহস্পতিবার সকালে বিধানসভার বাইরে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। শুভেন্দুর সঙ্গে সুদীপ মুখোপাধ্যায়, অসীম সরকার–সহ বিজেপির একদল বিধায়ক ছিলেন।
শুভেন্দু একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একগুচ্ছ সবুজ পতাকা বের করে মাটিতে পরপর ফেলে দিয়ে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিতে শুরু করেন। সুদীপ সেই সবুজ পতাকাগুলিতে আগুন ধরিয়ে দেন। এই স্লোগান দিতে দিতেই শুভেন্দু ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান দিয়েছেন বলে তৃণমূলের অভিযোগ।
তৃণমূলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুভেন্দুর স্লোগানিং নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যদিও ‘এই সময়’ এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ভিডিয়ো পোস্ট করে বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘শুভেন্দু অধিকারী...আপনি আসলে একজন দেশদ্রোহী, একজন দেশ বিরোধী! না হলে মুখ ফসকেও কেউ এই কথা বলতে পারে না। মুখে হিন্দুপ্রেম আর দেশপ্রেমের বুলি, হৃদয়ে দেশবিরোধী বিষের ঝুলি। মুখোশ খুলে গিয়েছে। ফেসবুক থেকে ভিডিয়ো ডিলিট করে কোনও লাভ হবে না।’
তৃণমূলের পোস্ট করা এই ভিডিয়ো দ্রুত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তৃণমূলের একের পর এক নেতা–মন্ত্রী শুভেন্দুকে নিশানা করে তীব্র সমালোচনা শুরু করেন। রাজ্যে শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন, ‘জাতীয়তাবাদ কোনও পোশাক নয় যে স্টেজ ওঠার সময়ে পরবেন এবং ব্যাক স্টেজে গিয়ে খুলে ফেলবেন। শুভেন্দু অধিকারী আপনি আর কাউকে বোকা বানাতে পারবেন না।’
ব্যারাকপুরে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের মন্তব্য, ‘মাননীয় বিরোধী দলনেতা বড্ড তাড়াহুড়ো করে ফেলছেন।’ মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়ার কটাক্ষ, ‘যখন মুখোশ খুলে যায় তখন সত্য বেরিয়ে পড়ে।’
তৃণমূলের এই প্রবল আক্রমণের মুখে শুভেন্দুকে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি, তবে বিজেপি সচেতক শঙ্কর ঘোষ বলেন, ‘তৃণমূলের পোস্ট করা এই ভিডিয়ো সঠিক কি না দেখতে হবে। শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন। তৃণমূল চেষ্টা করছে শুভেন্দুর অবমাননা করতে। রুচিহীন কাজ করছে তৃণমূল।’
যদিও তৃণমূলের বক্তব্য, অতীতে শুভেন্দু নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে উচ্চারিত কোনও শব্দ অথবা কারও নাম নিয়ে বহুবার তির্যক মন্তব্য করেছেন। বিধানসভার গত অধিবেশনের সময়ে মমতার ভাষণে মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের প্রসঙ্গে এসেছিল।
সেখানে মমতা সুনীতার নাম ভুলে বলেছিলেন বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু। কয়েক দিন আগে বামেদের ব্রিগেড সমাবেশে ধুলিয়ানে মৃত পিতা–পুত্রের নাম সেলিম ভুল বলেছেন বলেও বিদ্রুপ করেছিলেন বিরোধী দলনেতা। এখন শুভেন্দুর হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগানের ভিডিয়ো দেখে সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ বলেন, ‘শুভেন্দু তৃণমূল জিন্দাবাদ বলতে বলতে, তৃণমূল মুর্দাবাদ বলা শুরু করেন। হিন্দুস্তান মুর্দাবাদ বলা ওঁর পক্ষে অসম্ভব নয়।’