• ‘ছেলে কোথায়, কিছুই জানতে পারছি না…’, প্রতি মুহূর্ত উৎকণ্ঠায় কাটছে পূর্ণমের পরিবারের
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৫
  • ঘরে রান্না বন্ধ। উৎকণ্ঠায় কাটছে প্রতি মুহূর্ত। কাঁদতে কাঁদতে মাঝেমধ্যেই জ্ঞান হারাচ্ছেন পূর্ণমের মা দেবন্তী সাউ। নির্বিকার হয়ে বসে রয়েছেন স্ত্রী রজনীও। প্রায় ২৪ ঘণ্টা পেরিয়েছে। ‘ঘরের ছেলে ফিরবে কখন?’ দুশ্চিন্তায় ঘুম উড়েছে সকলেরই।

    পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল ২৪ নম্বর ব্যাটেলিয়নের BSF কনস্টেবল পূর্ণমকুমার সাউয়ের। ডিউটি করার সময়ে কিছুটা ক্লান্ত হয়েই একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। দেশের সীমান্ত পেরিয়ে যাওয়ায় তাঁকে আটক করে পাকিস্তানের সেনাবাহিনী। তার পর থেকে পূর্ণমের কোনও খবর নেই। বৃহস্পতিবার দুই দেশের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’ হলেও পূর্ণমকে ফেরাতে উদ্যোগী হয়নি পাকিস্তান।

    এই খবর জানার পর থেকেই প্রতি মুহূর্তে উৎকণ্ঠা বাড়তে থাকে পরিবারের সদস্যদের। ছেলে কেমন আছে? কোথায় আছে? কী ভাবে আছে? কোনও উত্তর মেলেনি। পূর্ণমের বাবা ভোলানাথ সাউ বলেন, ‘ছেলেকে নিয়ে আমি এখন খুব চিন্তিত। ছেলের কোনও খবর আমি পাইনি। কারও সঙ্গে কথাও হয়নি। বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা হয়নি।’

    ভোলানাথ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর কাছে আবেদন করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনা হোক। পাকিস্তানের উপরে কোনও ভরসা নেই, ছেলের সঙ্গে অনেক কিছুই হতে পারে। আমার ছেলেকে যে কোনও প্রকারে ভারতে নিয়ে আসা হোক। আবার দেশের হয়ে লড়ুক সে।’

  • Link to this news (এই সময়)