• পাক রেঞ্জার্সের হাতে আটক রিষড়ার বাসিন্দা ভারতীয় জওয়ান, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার ...
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৫
  • মিল্টন সেন, হুগলি:‌ পাক রেঞ্জার্সের হাতে আটক সীমারক্ষী বাহিনীর জওয়ান। আটক রয়েছেন হুগলির রিষড়া হরিসভা এলাকার বাসিন্দা ২৪ ব্যাটেলিয়নের পুর্নম কুমার সাউ (৪০)। বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা ভোলানাথ সাউ মা দেবান্তি দেবী স্ত্রী ও সাত বছরের ছেলে রয়েছে। পাঁচ জনের সংসার রয়েছে তাঁর রিষড়ায়। বর্তমানে পোস্টিং ছিল পাঞ্জাবের ফিরোজগঞ্জ বর্ডার এলাকায়। গত ৩০ মার্চ পর্যন্ত সে ছুটিতে এসে বাড়িতেই ছিল। ছুটি কাটিয়ে ৩১ মার্চ ফিরে যান পাঞ্জাবে। বুধবার রাত আটটা নাগাদ তাঁর স্ত্রীকে ফোন করে ঘটনার বিষয়ে জানান পূর্ণমের এক বন্ধু। ছেলের খবর শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েছেন পূর্ণমের মা দেবান্তি দেবী। শুক্রবার তিনি জানান, ছেলের এক বন্ধু ফোন করলে তিনি ঘটনার বিষয়ে জানতে পেরেছেন। দেবান্তি দেবী চান, তাঁর ছেলে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক।

     স্ত্রী রজনী সাউ বলেছেন, বুধবার রাতে পূর্ণমের এক বন্ধু তাঁকে ফোন করেছিল। তিনি জানিয়েছেন, অন ডিউটি অবস্থায় পাক রেঞ্জার্স পূর্ণমকে ধরে ফেলেছে। তাঁর সঙ্গে শেষ বার পূর্ণমের কথা হয়েছে মঙ্গলবার রাতে। ১৭ বছর ধরে বিএসএফের চাকরি করছে তাঁর স্বামী। তিনি চান তাড়াতাড়ি তাঁর স্বামী ঘরে ফিরে আসুক। যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ দুশ্চিন্তা কাটছে না। পরিবারের সকলেই চাইছে পূর্নম সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুক। 

    এই প্রসঙ্গে প্রতিবেশী কৃষ্ণা পোদ্দার জানিয়েছেন, এটা খুবই দুঃখের বিষয়। এই দেশে এসে পাকিস্তানিরা নানা রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ করে চলে যাচ্ছে। আবার এই দেশেরই সৈনিককে আটকে রাখছে। তিনি চাইছেন, যেভাবেই হোক পূর্নমকে ছাড়াতেই হবে। সরকারের কাছেও তিনি অনুরোধ করেছেন ওনাকে যেভাবেই হোক ফেরত আনতেই হবে। তিনি বলেছেন ‘‌আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান কথা একরকম বলে। আর কাজ অন্যরকম করে। চাইবো ওনাকে দেশে ফেরত আনা হোক। একইসঙ্গে পাকিস্থানের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেওয়া হোক। যাতে এমন কাজ করার সাহস আর না দেখায়।’‌

    ছবি:‌ পার্থ রাহা

     
  • Link to this news (আজকাল)