ডেবরায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত দুই, আহত এক
আজকাল | ২৫ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু'জনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটছে পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের ট্যাবাগেড়িয়া-ডেবরা রাজ্য সড়কের ঝাঁপাপোল সংলগ্ন এলাকায়। মৃতরা হলেন, সামসাদ খাতুন (১৮)। বাড়ি রামচন্দ্রপুর এলাকায়। নাসির আলি (২১)। বাড়ি রাইপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইক নিয়ে এক যুবক দুই যুবতীকে পিছনে বসিয়ে ডেবরা-ট্যাবাগেড়িয়া রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। হঠাৎই ঝাঁপাপোল সংলগ্ন এলাকায় ওই বাইক আরোহীদের সঙ্গে যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে যান তিনজনই। দুমড়ে মুছড়ে যায় বাসের সামনের অংশ ও মোটরবাইটি। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকেন তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের।
এদিকে বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে তিনজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হবে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে যাত্রীবাহী বাস ও বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান দু'টি গাড়ি দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করছে ডেবরা থানার পুলিশ।