• শনিবার বিকেল থেকেই ফিরবে স্বস্তি, বড় আপডেট দিল হাওয়া অফিস
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার বিকেলের পর থেকে ফিরবে স্বস্তি। জানিয়ে দিল হাওয়া অফিস। শুক্রবারের পর শনিবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলবে তাপপ্রবাহ। তবে শনিবার বিকেলের পর থেকে বদলে যাবে আবহাওয়া।

    বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাবে। একই পরিবেশ থাকবে শনিবার সকাল থেকেও। তবে শনিবার বিকেলের পর থেকেই এই সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস। পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এরপর শনিবার, রবিবার এবং সোমবার রাজ্যের বেশ কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে।

    শুক্রবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় গরমের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের পাশাপাশি এই জেলাগুলিতে রাতেও উষ্ণতা থাকবে বেশি। এছাড়া তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়া এবং বীরভূমে। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না–হলেও গরমের অস্বস্তি জারি থাকবে। একইরকম আবহাওয়া থাকবে শনিবার। তবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে শনিবার ঝড়বৃষ্টিও হতে পারে। আগামী দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তার পর ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি পারদ নামতে পারে।

    তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার–সহ সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে মালদায় ঝড়বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। এদিকে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে সিকিমে। ফলে উত্তর সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে। পর্যটকদের জন্য উত্তর সিকিম বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতেই।

    গরমের জেরে প্রবল ঘামে ভিজছেন সকলেই। সকাল থেকে চড়ছে তাপমাত্রার পারদ। সেখানে একটু বেলা হলে রাস্তায় লোকজনের দেখা কমছে। তবে শনিবার বিকেলের পর থেকে যদি আবহাওয়ার পরিবর্তন ঘটে তাহলে সেখানে খানিকটা হলেও স্বস্তি ফিরবে। তবে জেলায় জেলায় বৃষ্টি হলে খানিকটা হলেও স্বস্তি ফিরবে সকলের। 

     
  • Link to this news (আজকাল)