• উল্টে গেল চলন্ত টয়ট্রেনের ইঞ্জিন, আতঙ্কে পর্যটকরা
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা,শিলিগুড়ি: ফের দুর্ঘটনার কবলে টয়ট্রেন। শুক্রবার দুপুরে কার্শিয়াং ও রংটং স্টেশনের মাঝে উল্টে গেল হেরিটেজ টয়ট্রেনের ইঞ্জিন। দুর্ঘটনার সময় ইঞ্জিনটি চলন্ত অবস্থায় ছিল। তবে, ইঞ্জিনের সঙ্গে কোনও কোচ না থাকায় যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। ইঞ্জিনের চালকেরও চোট আঘাত লাগেনি বলে জানান দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ডিরেক্টর ঋষভ চৌধুরী। তবে এই ঘটনায় টয়ট্রেন নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি থেকে ইঞ্জিনটি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। সুকনা স্টেশন ছাড়ার কিছুক্ষণ বাদেই জাতীয় সড়কের পাশে জঙ্গলের মধ্যে উল্টে কিছুটা দূরে গিয়ে পড়ে। যাত্রী-সহ কোচ ইঞ্জিনের সঙ্গে থাকলে হতাহতের ঘটনা ঘটতে পারত। বরাতজোরে তা না হলেও, চলন্ত ইঞ্জিন উল্টে যাওয়ার ঘটনায় পর্যটক ও সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে।
  • Link to this news (বর্তমান)