জলপাইগুড়ি শহরে চিতাবাঘের আতঙ্ক, ঘটনাস্থলে বন দপ্তর
বর্তমান | ২৫ এপ্রিল ২০২৫
জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: মধ্যরাতে জলপাইগুড়ি শহরে চিতাবাঘের আতঙ্ক। গতকাল, বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ চিতাবাঘের দেখা মিলল ১৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কংগ্রেস পাড়ায়।স্থানীয় বাসিন্দা শুভঙ্কর বণিকের দাবি, রাতে তিনি বাড়ির সামনে দিয়ে একটি চিতাবাঘকে পাঁচিল টপকে পালাতে দেখেছেন। এরপরেই তিনি থানায় ও বন দপ্তরে ফোন করে বিষয়টি জানান। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তরের কর্মীরা।ওই ব্যক্তির দাবি, এর আগে তিনি জঙ্গল পথে একাধিকবার চিতাবাঘ দেখেছেন। ফলে তিনি নিশ্চিত, বৃহস্পতিবার রাতে যে প্রাণীটিকে তিনি দেখেন, সেটি চিতাবাঘই ছিল। তাঁর ওই দাবি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ, কয়েকদিন আগেই জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানে চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এক শ্রমিক মারাত্মক জখম হন। খাঁচা পাতা হলেও সেখানে এখনও চিতাবাঘ ধরা পড়েনি।