সংবাদদাতা, কাটোয়া: পূর্ব বর্ধমানের কাটোয়ায় ন্যক্কারজনক ঘটনা। সাত বছরের শিশু কন্যাকে ভুলিয়ে নিয়ে টানা তিনদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার ভয়ও দেখায় অভিযুক্ত। ফলে প্রথমে শিশুটি পরিবারের কাউকে ঘটনার কথা জানায়নি। তবে বাড়ির লোকের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে।এরপরই বৃহস্পতিবার রাতে কাটোয়া মহকুমা হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। রাতেই অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনা ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিস।উল্লেখ্য চলতি সপ্তাহেই এমন একই ধরনের ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকাতেও। খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দাদুর বিরুদ্ধে। এক্ষেত্রেও পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।