• দার্জিলিংয়ে উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন
    দৈনিক স্টেটসম্যান | ২৫ এপ্রিল ২০২৫
  • শিলিগুড়ি শহরের উপকণ্ঠে উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন। শুক্রবার দুপুর ১টা নাগাদ শিলিগুড়ি থেকে তিনধারিয়া যাওয়ার পথে সুকনার কাছে উল্টে যায় টয় ট্রেনের একটি ইঞ্জিন। চালক ও সহকারী চালক সামান্য আহত হন। রেলের কর্মীরা ইঞ্জিনটি দ্রুত তুলে ফেলেন। ঘটনাস্থলে যান রেলের পদস্থ আধিকারিকেরা। তবে স্বস্তির খবর এটাই যে এই দুর্ঘটনার প্রভাব পড়েনি এনজেপি-দার্জিলিং টয় ট্রেনের রুটে। নিউ জলপাইগুড়ি থেকে নির্দিষ্ট সময়েই পাহাড়ের পথে পাড়ি দিয়েছে টয় ট্রেন। গত বছর ১ জানুয়ারি কাকঝোরায় টয় ট্রেনের একটি ইঞ্জিন লাইন থেকে বেরিয়ে গিয়েছিল। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হননি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)