• ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান শুভেন্দুর, কটাক্ষ তৃণমূলের
    দৈনিক স্টেটসম্যান | ২৫ এপ্রিল ২০২৫
  • কাশ্মীরে জঙ্গি-হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য তথা দেশ। এই আবহে বৃহস্পতিবার বিধানসভার গেটে পাকিস্তান বিরোধী স্লোগান তুলতে গিয়েই হল বিপত্তি! ভুলবশত ‘পাকিস্তান মুর্দাবাদ’-র বদলে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ বলে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে তীব্র কটাক্ষ করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে খোঁচা দিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তিনি কটাক্ষের সুরে লিখলেন, ‘এই সেরেছে! গুলিয়ে লাট।’

    অন্যদিকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে সংশ্লিষ্ট ভিডিও পোস্ট করে লিখেছে, ‘বিরোধী দলনেতার মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গিয়েছে! এটাই বিজেপির আসল বিশ্বাস, আর এখন ওরা সেটা খোলাখুলিই বলছে।’ সেই সঙ্গে শুভেন্দুর দিকে আঙ্গুল তুলে লেখা হয়েছে, ‘সংশ্লিষ্ট ফেসবুক লাইভ ডিলিট করলেও আর লাভ হবে না।’

    প্রসঙ্গত, পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে আওয়াজ তুলেছে গোটা দেশ। জঙ্গিদের চালানো হত্যালীলায় প্রাণ গিয়েছে নিরীহ ২৭ জনের। এরই প্রতিবাদে এদিন বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ কর্মসূচি করেন বিরোধী দলনেতা-সহ অন্যান্য বিজেপি বিধায়করা। গুনে গুনে ২৬টি পাকিস্তানের পতাকা পোড়ান তিনি। সেই সঙ্গে পাকিস্তান-বিরোধী স্লোগানও তোলেন। বলতে থাকেন, ‘পাকিস্তান মুর্দাবাদ’। কিন্তু এই উত্তেজনাপূর্ণ স্লোগানের সময় বিরোধী দলনেতা মুখ ফসকে এমন কিছু বলে বসেন, যা তাঁদের নিজেদের অবস্থানকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাঁর গলাতেই শোনা যায়, ‘হিন্দুস্তান মুর্দাবাদ!’।

    সেই সঙ্গে অন্যান্য সঙ্গী বিজেপি নেতৃত্বরাও শুভেন্দুর সঙ্গে সুর মেলান, এমনটাই দেখা গিয়েছে তৃণমূলের প্রকাশ্যে আনা ভিডিওতে। এখানেই শেষ নয়, এরপরই একটা অদ্ভুত পদক্ষেপ নেন শুভেন্দু। জল্পনা শুরু হতেই তিনি ফেসবুক লাইভে সম্প্রচারিত সংশ্লিষ্ট ভিডিও ডিলিট করে দেন। শুভেন্দুর এই কর্মকাণ্ডে হতবাক রাজনৈতিক মহলও। শুভেন্দু ভুলবশত ভারত-বিরোধী স্লোগান দিয়ে থাকলেও, ক্ষমাপ্রার্থী না হয়ে নিজ ভিডিও ডিলিট করে দেওয়ার এই সিদ্ধান্তে আরও জল্পনার দানা বেঁধেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)