• পালিয়েও শেষরক্ষা হল না, মালদহে তৃণমূল নেতা দুলাল ‘খুনে’ বিহার থেকে গ্রেপ্তার দলীয় কর্মী
    প্রতিদিন | ২৫ এপ্রিল ২০২৫
  • বাবুল হক, মালদহ: তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলার খুনের ঘটনায় গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত। দীর্ঘ চারমাস পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদহ জেলা পুলিশ। বিহার থেকে গ্রেপ্তার করা হল কৃষ্ণ রজক ওরফে রোহন। অভিযুক্ত তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। তাঁর সন্ধান দিতে পারলে সেই ব্যক্তিকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। সেই কথাও ঘোষণা করা হয়েছিল মালদহ জেলা পুলিশের তরফে। এই গ্রেপ্তারিতে এখনও অবধি দুলাল সরকার খুনে নয় জন গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

    চলতি বছরের গত ২ জানুয়ারি প্রকাশ্যে দিবালোকে খুন হন মালদহের তৃণমূল নেতা কাউন্সিলর দুলাল সরকার। দুষ্কৃতীরা রীতিমতো ধাওয়া করে, পরপর একাধিক গুলি চালিয়ে খুন করে দুষ্কৃতীরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল মালদহ শহরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহ সফরে গিয়ে দুলাল সরকারের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। কাউকে ছাড়া হবে না। সেই বার্তাও মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে থাকে। তৎকালীন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়। তিনিই ওই খুনে মূলচক্রী বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়। পুলিশি তদন্তে উঠে আসে তৃণমূল কর্মী কৃষ্ণ রজক ও বাবলু যাদকের নামও। খুনের ঘটনায় মোট ৮জনকে গ্রেপ্তার করা হয়।

    এদিকে মালদহ থেকে পালিয়ে যান কৃষ্ণ রজক ও বাবলু যাদব। দীর্ঘ চারমাস ধরে তিনি পলাতল ছিলেন। তাঁর খোঁজ দিতে পারলে সংবাদদাতাকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সংবাদদাতার পরিচয় গোপন রাখা হবে। সেই কথাও পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। অতঃপর খোঁজ আসে বিহারে গা ঢাকা দিয়ে আছেন ওই ব্যক্তি। এরপরও তদন্তকারী দল বিহারে হানা দিয়েছিল। বিহার থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হল কৃষ্ণ রজককে। এদিন বিহার থেকে মালদহে তাঁকে নিয়ে আসা হয়েছে। ধৃত এই তৃ্ণমূল কর্মীও দুলাল সরকার খুনে অন্যতম চক্রী বলে পুলিশ জানিয়েছে। তবে এখনও অন্য অভিযুক্ত বাবলু যাদব পলাতক। তাঁর খোজেও জোর তল্লাশি চলছে। দুলাল সরকার খুনে এখনও অবধি মোট ৯জনকে গ্রেপ্তার করা হল বলে পুলিশ জানিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)