স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি স্থানীয় বাসিন্দা শেখ ফিরোজের। তিনি পেশায় কৃষক। কিন্তু তাঁর বাড়িতে হঠাৎ বোমা বিস্ফোরণ কীভাবে? সেখানে কি বোমা মজুত করা হয়েছিল? নাকি ওই বাড়িতেই তৈরি হত? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে বোমা বিস্ফোরণ হওয়ার পরই তড়িঘড়ি জেসিবি এনে ফিরোজ বিস্ফোরণস্থল পরিষ্কার করে দেন বলে অভিযোগ। এতেই দানা বেঁধেছে রহস্য। পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের জন্যই তড়িঘড়ি বিস্ফোরণস্থলটি পরিষ্কার করে দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে। বারুদ মাখা মাটি সংগ্রহ করা হয়েছে। জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, “বোমা বিস্ফোরণ হয়েছে। দুষ্কৃতীরা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” আগেও একাধিকবার বীরভূমের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়েছে। একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। আগামীবছর বিধানসভা নির্বাচন। তার আগে এই বোমা বিস্ফোরণ স্থানীয়দের মনে আতঙ্কের পাশাপাশি বহু প্রশ্ন তুলে দিয়েছে।