গোবিন্দ রায়: পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রতিশোধের আগুনে ফুটছে দেশ! বেছে বেছে হিন্দু নিধনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। সেই আবহে ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। মামলা ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সওয়াল শুনে মিছিল করার অনুমতি দিল না উচ্চ আদালত। আপাতত মামলা স্থগিত রেখেছেন বিচারপতি।
পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামালায় শিউরে উঠেছে দেশ। প্রত্যেকে ভারতীয় নাগরিক চাইছে ‘বদলা’। পরিস্থিতি উত্তপ্ত। তা হাতিয়ার করে শুক্রবার পথে নামতে চায় রাজ্য বিজেপি। বিকেল ৫টা টালিগঞ্জ থেকে মিছিলের ডাক দেয় বিজেপির কর্মকর্তারা। যদিও সেই মিছিল ‘অরাজনৈতিক’ বলে দাবি তাঁদের। পরিস্থিতির গুরুত্ব বুঝে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। তবে সেই মিছিলের অনুমতি দেয়নি হাই কোর্ট।
আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি মিছিলের অনুমতি না দিয়ে বলেন, “মামলা স্থগিত রাখছি।” বিজেপির আইনজীবী ফের জানানোর চেষ্টা করেন এই মিছিল ‘অরাজনৈতিক’। প্রস্তুতি নেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হোক। তবে সেই আবেদনে সাড়া দেননি বিচারপতি। আপাতত মামলা স্থগিত রাখা হয়েছে।