পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বিতানের নামেও শুরু টাকা তোলা! সোশাল মিডিয়া পোস্টে জল্পনা
প্রতিদিন | ২৫ এপ্রিল ২০২৫
স্টাফ রিপোর্টার: যা হয়েছে আর জি করে, তা হচ্ছে পহেলগাঁওতে (Pahalgam)! আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যুর আবেগকে কাজে লাগিয়ে টাকা তোলার পর, এবার জঙ্গিদের গুলিতে প্রয়াত বিতান অধিকারীকে সামনে রেখেও টাকা তুলতে শুরু করল একদল!
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘ফান্ড রেইজার’। তলায় লেখা ‘ইন লাভিং মেমোরি অফ বিতান অধিকারী’। সূত্রের খবর, ইতিমধ্যেই ১ লক্ষ ১৯ হাজার ৪৩৪ মার্কিন ডলার উঠে গিয়েছে। এই টাকা কে পাবে? কোথায় যাবে? তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা নেই।
উল্লেখ্য, বিতানের স্ত্রীর মতো তাঁর অশীতিপর মা-বাবাও ছিলেন বিতানের উপর নির্ভরশীল। বিদেশ থেকে বিতানের পাঠানো টাকাতেই বৃদ্ধ মা-বাবার সংসার চলত। ছেলের মৃত্যুর খবর সামনে আসতে অথৈ জলে তাঁরা। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় লিখেছেন, “প্রয়াত বিতান অধিকারীর পরিবারের জন্য দুই সরকার যদি কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তা যেন শুধু পুরোটা তাঁর স্ত্রীকে দেওয়া না হয়। বিতানের বৃদ্ধ বাবা-মায়েরও সাহায্য দরকার। ওঁদের পরিবারের যা সমীকরণ, তাতে এই দুজন ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।”
এদিকে বৃহস্পতিবার নিজের বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে কিছুই বলেননি প্রয়াত বিতানের স্ত্রী সোহিনী। যাননি সেখানে। সোশাল মিডিয়াতে অনেকে দাবি তুলেছেন, জঙ্গি হানায় (Terror Attack) মৃতদের সাহায্য করতে হলে শুধু একা বিতান কেন, বৃহস্পতিবার যে জওয়ান জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন নদিয়ার সেই সেনা জওয়ান ঝন্টু আলিকেও সাহায্য করা হোক। অনলাইনে যাঁরা টাকা তুলছেন, তাঁরা জানিয়েছেন, তাঁদের লক্ষ্য দু’কোটি টাকা তোলা।
বিপুল এই অর্থ কারা দিচ্ছেন? কোন অ্যাকাউন্টে যাচ্ছে, তা নিয়ে সন্দিহান নেট-নাগরিকরা। এদিকে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে রেসিডেন্ট কমিশনারকে জম্মু কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়েছে জঙ্গি হামলায় মৃতদের ডেথ সার্টিফিকেট দু’দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে।