পহেলগাঁও আবহে মুসলিম সংগঠনকে সেনার জমিতে আন্দোলন না করার অনুরোধ কলকাতা HC-র
হিন্দুস্তান টাইমস | ২৫ এপ্রিল ২০২৫
পহেলগাঁওয়ে জঙ্গি হালায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। তারপরেই জঙ্গি নিধনে জোরদার অভিযানে নেমেছে ভারতীয় সেনা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি। দেশের এই বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী সপ্তাহ পর্যন্ত কোনওরকমের অনুষ্ঠান বা কর্মসূচি না করার জন্য রাজনৈতিক দলগুলিকে অনুরোধ জানাল কলকাতা হাইকোর্ট।
একটি মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই অনুরোধ জানিয়েছেন। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামীকাল শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি সভার ডাক দিয়েছিল। কিন্তু, সেই সভার অনুমতি দেয়নি সেনাবাহিনী। তারপরেই অনুমতি চেয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।
তাদের দাবি, সভায় অনুমতি না দেওয়ার কোনও কারণ উল্লেখ করেননি সেনাবাহিনীর কমান্ডিং অফিসার। সেই সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যুদ্ধকালীন ভিত্তিতে সেনাবাহিনীর প্রশিক্ষণের কারণে তারা আগামীকাল শনিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে সেখানে ওয়াকফ আইন বিরোধী সভার অনুমতি দিতে পারবে না। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ২১ এপ্রিল সেনাবাহিনীর সেই নির্দেশ খারিজ করে দেন। হাইকোর্ট জানিয়েছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভার অনুমতি দেওয়ার জন্য সেনাবাহিনীর কোনও আপত্তি থাকলে তা বোর্ডকে জানাতে হবে। একইসঙ্গে বিচারপতি বোর্ডকে ৩ মে সভার অনুমতির জন্য নতুন করে আবেদন করতে এবং সেনাবাহিনীকে জবাব দিতে বলেছেন।
অনুমতি না দেওয়ার কারণ জানতে চাইলে এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী মুর্শিদাবাদে হিংসার কথা উল্লেখ করেন। তিনি জানান, মুর্শিদাবাদ এবং মালদার পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের অনুমতি ছাড়াই আধাসামরিক বাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার পহেলগাওঁয়ের বৈসরণে হামলা চালায় জঙ্গিরা। তাতে ২৬ জন নিহত হন। তার মধ্যে রয়েছেন তিনজন বাঙালি। তারপরেই জঙ্গি নিধনে তৎপর হয়েছে ভারতীয় সেনা। সেই আবহে হাইকোর্টের এই অনুরোধ তাৎপর্যপূর্ণ।