• ঢাকে কাঠি, দিঘার জগন্নাথ মন্দিরে প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান, ধুমধাম করে হলো কলসযাত্রা
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৫
  • ঢাকে কাঠি পড়ে গেল। ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে শুক্রবার থেকে শুরু হয়ে গেল প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান। মঙ্গলঘট নিয়ে মন্দির প্রদক্ষিণ করলেন ২০ জন মহিলা। বেজে উঠল মঙ্গলশঙ্খ। এই কলস যাত্রার কথা X হ্যান্ডলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

    প্রাণ প্রতিষ্ঠার আগে কিছু আচার অনুষ্ঠান থাকে। এর মধ্যে কলস যাত্রা অন্যতম। এ দিন মঙ্গলঘট নিয়ে গর্ভগৃহ প্রদক্ষিণ করেন মহিলারা। তার পর প্রদক্ষিণ করেন গোটা মন্দির। মমতা লেখেন, ‘ভক্তরা কলস যাত্রায় অংশ নিয়েছিলেন। প্রাণ প্রতিষ্ঠা হবে। অক্ষয় তৃতীয়ায় শুভ উদ্বোধন।’

    ইতিমধ্যেই দিঘার জগন্নাথ মন্দিরে চলে এসেছেন পুরীর মন্দিরের সেবায়েত রাজেশ দ্বৈতাপতি। উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন তিনি। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেনপূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়, রামনগর- ১ ব্লকের বিডিও পূজা দেবনাথ-সহ অন্যান্য প্রশাসনের কর্তা ব্যক্তিরাও।

    মন্দিরের সামনে চৈতন্যদ্বার তৈরির কাজও চলছে জোরকদমে। মন্দিরের অরুণ স্তম্ভের পূর্ব দিকে তিনটি খড়ের চালা নির্মাণ করা হয়েছে। এখানেই যজ্ঞ হবে। সে জন্য বিশেষ অগ্নি নির্বাপন ব্যবস্থাও রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরাও এসেছিলেন। গোটা মন্দির সাজানো হয়েছে রংবাহারি আলোয়।

    শুধু মন্দির নয়। গোটা দিঘাই সেজে উঠেছে। গাছে, রাস্তার ধারের বাড়িতে, ল্যাম্প পোস্টেও লাগানো হয়েছে মিনিয়েচার। পড়েছে নতুন রঙের পোঁচ। অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকেই শুরু হয়ে যাবে উদ্বোধনের অনুষ্ঠান। এখন শুধু অপেক্ষার পালা।

  • Link to this news (এই সময়)