• দিঘার জগন্নাথ মন্দিরে কাজ করতে গিয়ে বিপত্তি, হাসপাতালে ভর্তি বারুইপুরের নির্মাণকর্মী
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৫
  • দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের তোড়জোড় শুরু করেছে প্রশাসন। এই মন্দিরের কাজে ‘ফিনিশিং টাচ’ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক নির্মাণকর্মী। জানা গিয়েছে, তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম আবিদ হোসেন নস্কর। বছর ২৪-এর আবিদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

    প্রতিদিনের মতো এ দিন তিনি জগন্নাথ মন্দিরের কাজ করছিলেন। সেই সময়ে অসাবধানতাবশত তিনি নীচে পড়ে যান। অন্যান্য কর্মীরা তাঁকে উদ্ধার করে নিয়ে যান তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

    হাসপাতাল সূত্রে খবর, তাঁর মুখে এবং ডান হাতে আঘাত লেগেছে। অতিরিক্ত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়ে যান তিনি, প্রাথমিক ভাবে জানা যাচ্ছে এমনটাই। এখনও এই দুর্ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    উল্লেখ্য, আর মাত্র পাঁচদিন পরে অক্ষয় তৃতীয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন। আর সেই জন্য এই মন্দিরের যে টুকু কাজ বাকি রয়েছে, তা দ্রুত শেষ করতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে।

    (তথ্য সহায়তা: রঞ্জন মাইতি)

  • Link to this news (এই সময়)