• সমুদ্রে স্নান সেরে জগন্নাথ মন্দিরে প্রবেশের সুবিধা, দিঘায় এ বার নতুন চমক
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৫
  • সমুদ্র স্নান ছেড়ে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পাবেন পুণ্যার্থীরা। পুরোনো জগন্নাথ মন্দিরের কাছেই মাইতি ঘাটের কাছে নতুন ঘাট নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই অপেক্ষার প্রহর গোনা শুরু। আর ৫ দিনের মধ্যেই উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। তার আগে সুসজ্জিত এই ঘাট পুণ্যার্থীদের বাড়তি পাওনা বলেই মনে করা হচ্ছে। 

    অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মন্দির উদ্বোধনের ঘোষণা করা হয়েছে। প্রস্তুতি প্রায় শেষ। শুধু মন্দির নয়, মন্দিরকে ঘিরে চৈতন্য দ্বার নির্মাণের কথাও ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী। সেই দ্বার নির্মাণের কাজও শেষের পথে। এর পাশাপাশি ওল্ড দিঘার শেষ সীমানায় দুটি ঘাট তৈরি করছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। ইতিমধ্যে সেই ঘাট নির্মাণ হয়ে গিয়েছে। নীল সাদা রঙে তা সেজে উঠেছে।

    দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, ‘মন্দিরে পুজো দেওয়ার আগে অনেকেই স্নান করে তার পরে মন্দিরে প্রবেশ করেন। সেই সমস্ত পুণ্যার্থীদের কথা মাথায় রেখে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে পুরোনো জগন্নাথ মন্দিরের নিকট এবং নতুন জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় মোট দুটি সমুদ্র স্নানের ঘাট নির্মাণ করা হয়েছে। ঘাট গুলি নির্মাণ হওয়ায় পর্যটকদের সমুদ্রস্নানের অনেকটাই সুবিধে হবে।’

    স্নানের ঘাটের নিকট একটি ওয়াচ টাওয়ার রয়েছে। সেটিকে সক্রিয় করা হয়েছে। অতিরিক্ত নুলিয়া মোতায়েন করা থাকছে। বাথরুমেরও ব্যবস্থা থাকবে। যাতে স্নানে নেমে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজর থাকবে। পুণ্যার্থীরা মাইতি ঘাটে স্নান সেরে সোজা ঝাউ বাগানে ঘেরা রাস্তার মধ্য দিয়ে প্রায় ৭০০ মিটার রাস্তা অতিক্রম করে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন। ঘাটগুলি নির্মাণ হওয়ায় অনেক পর্যটক সেখানে গিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর ঘাটে পর্যটক থেকে ভক্তদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)