• ‘চাকরি খেতে উঠে পড়ে লেগেছেন’, বিকাশ, ফিরদৌসের চেম্বারের সামনে বিক্ষোভ শিক্ষকদের
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৫
  • সুপার নিউমেরারি পোস্টে নিয়োগের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। সেই আবেদনে রাজ্যের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে আদালত। লিখিত তথ্য তলব করা হয়েছে। এর পরেই মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর চেম্বার ঘেরাও করে অবস্থানে বসলেন শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের একাংশ। আগামী ৬ মে মামলার পরবর্তী শুনানি।

    রাজ্যের রিপোর্ট চাওয়ায় নতুন করে চাকরি হারানোর আতঙ্ক তৈরি হয়েছে সুপার নিউমেরারি পোস্টের দৌলতে চাকরি পাওয়া শিক্ষকদের মধ্যে। বিকেল পাঁচটা নাগাদ তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিষয়টি নিয়ে তাঁদের অভিযোগ, বিকাশ ভট্টাচার্য’র মতো একাংশ আইনজীবী কথায় কথায় আদালতের দ্বারস্থ হন। একাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি খেতে উঠে পড়ে লেগেছেন। বিকাশ ভট্টাচার্যের চেম্বারের সামন থেকে বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দেয়। তবে সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস শামিমদের চেম্বারের সামনে রাস্তা অবরোধ করতে শুরু করেন তাঁরা। এ ব্যাপারে যদিও বিকাশকে ফোন করা হলে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে জানিয়েছেন।

    বিক্ষোভের জেরে হাইকোর্ট চত্বরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যায় পুলিশ। যদিও, এই বিক্ষোভের সময়ে চেম্বারে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন না বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)