• রাতের অন্ধকারে ঘটে গেল বড় সর্বনাশ, মাথায় হাত কৃষকদের
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে বড়সড় ক্ষতি হল বনগাঁর কৃষকদের। বৃহস্পতিবার গভীররাতে বনগাঁ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জয়পুর এলাকায় বিঘার পর বিঘা জমির ফসল কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা। সেইসঙ্গে নষ্ট করা হয়েছে ৩০টি শ্যালো মেশিন। শুক্রবার সকালে যা নজরে পড়ে কৃষকদের। খবর দেওয়া হয়েছে পুলিশকে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। 

    শুক্রবার সকালে মাঠে গিয়ে মাথায় হাত কৃষকদের। দেখা যায় কম করে ১০ থেকে ১২ বিঘা জমিতে ফলানো পটল, কুদরি-সহ একাধিক ফসল কেটে নষ্ট করে ফেলা হয়েছে। সেইসঙ্গে ক্ষেতে জল দেওয়ার জন্য যে শ্যালো মেশিন ছিল সেগুলিও নির্বিচারে ধংস করে ফেলা হয়েছে। দৃশ্যত হতবাক কৃষকরা দুষ্কৃতীদের সন্ধানের জন্য পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও আসেন পুর চেয়ারম্যান এবং বিজেপি নেতা দেবদাস মণ্ডল। 

    চেয়ারম্যান জানান, নষ্ট করে ফেলা শ্যালো মেশিন ঠিক করে দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের ১০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। দেওয়া হবে ২০০ লিটার ডিজেল। সেইসঙ্গে দ্রুত যোগাযোগের জন্য একটি রাস্তা ঢালাই করা ছাড়াও বসানো হবে সিসি ক্যামেরা। অন্যদিকে বিজেপি নেতা জানান, তাঁরা পুলিশের কাছে দোষীদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)