কল সেন্টার নাকি গুপ্তধনের খনি? খাস কলকাতায় তল্লাশি চালাতেই সহ যা যা উদ্ধার হল জানলে চমকে উঠবেন
আজকাল | ২৬ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কল সেন্টার কেসে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, তদন্ত চালিয়ে প্রায় ৭,৭৬,০০০ টাকা ও আনুমানিক ৭০ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়েছে কল সেন্টার থেকে। অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
উল্লেখ্য, ভুয়ো কল সেন্টারের ঘটনায় এর আগেই একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে সেই বয়ানের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে লেক থানার অন্তর্গত লেক গার্ডেনস এলাকার একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। ঋদ্ধি রাগিনী অ্যাপার্টমেন্ট নামে ওই আবাসন থেকে প্রকাশ দাস(৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ফ্ল্যাট থেকে তল্লাশি চালিয়ে দু’টি মোবাইল ফোন এবং নগদ প্রায় ৫,২৬,৫০০ টাকা উদ্ধার করা হয়। কিছু ধাতব গয়নাও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া গয়না পুরোটাই সোনার। পরবর্তীতে ধৃত প্রকাশ দাসের বয়ানের ভিত্তিতে ভোররাতে ধৃতের বেহালার বাসস্থানে তল্লাশি চালায় পুলিশ। জানা গিয়েছে, সেখান থেকে নগদ ২,৫০,০০০ টাকা, দুটি চেকবই এবং একটি সোনালি রঙের কানের দুল উদ্ধার করেছে পুলিশ।