• কাশ্মীর হামলার পর বিভ্রান্তিকর পোস্ট, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ...
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরের বৈসারণ উপত্যকায় ২৬ জন পর্যটকের ওপর নির্মম জঙ্গি হামলার পর দেশজুড়ে যখন চরম উত্তেজনা, তখন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক বিতর্কিত পোস্ট করে পরিস্থিতিকে আরও জটিল করে তুললেন।

    ২৪ এপ্রিল সকালে এক্স-এ করা পোস্টে অধিকারী দাবি করেন, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দুই কাশ্মীরি বসবাস করছেন এবং তাঁদের বাড়ির ছাদে একটি "সন্দেহজনক" ডিভাইস বসানো হয়েছে। তিনি জাতীয় তদন্ত সংস্থা ও রাজ্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। পোস্টে একটি ডিভাইসের ছবি যুক্ত করে অধিকারী বলেন, এটি একটি "NanoBeam 2AC" যা দ্রুত গতির ও দীর্ঘ দূরত্বে ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়।

    তবে পরে একটি গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ছবিটি আসলে রিলায়েন্স জিও-এর নতুন AirFiber Plus রাউটারের আউটডোর ইউনিটের। একই ডিভাইসের মিল পাওয়া যায় বিভিন্ন ইউটিউব ভিডিওতেও।

    এরপর বারুইপুর জেলা পুলিশ জানায়, অভিযুক্ত দুই ব্যক্তি কাশ্মীরি নন, বরং মধ্যপ্রদেশের বাসিন্দা – একজন হিন্দু ও অন্যজন মুসলিম। তাঁরা ইঞ্জিনিয়ার এবং মাছ চাষের ব্যবসায়িক সম্ভাবনা যাচাই করতে পশ্চিমবঙ্গে এসেছেন। তাঁদের ফ্ল্যাটে থাকা জিওফাইবার সংযোগ সম্পূর্ণ স্বাভাবিক।

    পুলিশের ভাষায়, “এ ধরনের বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য সামাজিক মাধ্যমে না ছড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। জননিরাপত্তার স্বার্থে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।”

    পোস্ট লেখার সময় পর্যন্ত শুভেন্দু অধিকারী তাঁর বিতর্কিত পোস্টটি মুছেননি।
  • Link to this news (আজকাল)