দিঘাগামী পুণ্যার্থীদের জন্য সুখবর, কলকাতা থেকে চলবে একগুচ্ছ ট্রেন...
আজকাল | ২৬ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্কঃ আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি। আগামী ৩০ এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনই দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন হবে। সেইকারণেই যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। এক ঝলকে দেখে নিন, কবে কোন ট্রেন কোথা থেকে ছাড়বে…
রেলের তরফে জানানো হয়েছে, ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দিঘাগামী এই বিশেষ ট্রেনগুলি চলবে। প্রত্যেকদিনই নির্ধারিত সময়ে ট্রেন ছাড়বে এবং গন্তব্যে পৌঁছবে বলেই খবর। এই ক'দিন দুপুর ১টা ১০ মিনিটে হাওড়া থেকে একটি দিঘাগামী ট্রেন ছাড়বে। পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে। এর ঠিক নয় মিনিট পর অর্থাৎ ১ টা ১৯ মিনিটে দাসনগর থেকে দিঘাগামী এই ট্রেন ছাড়বে এবং ৯ টা ২০ মিনিটে ট্রেনটি দিঘা স্টেশনে পৌঁছবে। এছাড়া দুপুর ১ টা বেজে ২৪ মিনিটে আবার রামরাজাতলা থেকে দিঘাগামী আরও একটি ট্রেন ছাড়বে। পাশাপাশি ২টো বেজে ৩ মিনিটে উলুবেড়িয়া থেকে দিঘাগামী একটি ট্রেন রয়েছে। এখানেই শেষ নয়, দুপুর ২ টো বেজে ১৭ মিনিটে বাগনান থেকে দিঘাগামী এই ট্রেনে উঠতে পারবে যাত্রীরা। ৩ টে ১৯ মিনিটে তমলুক স্টেশন থেকে এই দিঘাগামী ট্রেন ছাড়বে, পৌঁছবে ৭ টা ১০ মিনিটে।
এবিষয়ে দক্ষিণপূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, এই মুহূর্তে অনেক যাত্রী দিঘা যাচ্ছেন। তাঁদের কথা ভেবেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আলাদা করে কোনও বিষয় নেই। যাত্রীদের ভিড় সামলাতে এই বিশেষ ট্রেনগুলির ব্যবস্থা করেছে রেল।