আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকালে মূর্তি ডিভিশন চা বাগানের বাঁশ লাইনের কিশুন মাহালির বাড়িতে ঢুকে পড়ল একটি ভল্লুক। জানা গিয়েছে, কিছুক্ষণ ওই ব্যক্তির বাড়ির উঠোনে ঘোরাফেরা করার পর ফের সংলগ্ন চা বাগানে চলে যায় ভল্লুকটি। ভল্লুকের আগমনের খবর চাউর হতেই আতঙ্ক তৈরি হয় গোটা এলাকায়।
জানা গিয়েছে, বাঁশ লাইন শ্রমিক মহল্লার পাশেই রয়েছে পাঁচ নম্বর সেকশন চা বাগান। খবর পেয়ে এলাকায় আসেন খুনিয়া স্কোয়াড, নেওড়া সাউথ রেঞ্জ ও চালসা রেঞ্জের বনকর্মীরা। মোতায়েন করা হয় মেটেলি থানার পুলিশ। এরপর বন কর্মীরা ভল্লুকের খোঁজে চা বাগানে তল্লাশি শুরু করে।
কিশুন মাহালি নামে ওই ব্যক্তি জানান, ‘এদিন সকালে বাড়ির উঠোনে কাজ করার সময় হঠাৎ দেখতে পাই একটি ভল্লুক চা বাগান থেকে আমার বাড়ির উঠোনে ঢুকে পড়েছে। আমি চিৎকার শুরু করলে ভল্লুকটি এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। কিছুক্ষণ পর সেটি চা বাগানে ঢুকে পড়ে’।
খুনিয়া স্কোকাডের রেঞ্জার সজল কুমার দে বলেন, ‘খবর পেয়ে এলাকায় এসে চা বাগানে ভল্লুকের খোঁজে তল্লাশি করা হচ্ছে’। বর্তমানে ভল্লুকটি বাগানের চার নম্বর সেকশনে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ওই এলাকার পাশেই রয়েছে শিবচুর জঙ্গল। চা বাগান থেকে ওই জঙ্গলেও ভল্লুকটি চলে যেতে পারে বলে অনুমান করছেন বনকর্মীরা।