• খাস কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে বাইক চুরি, তদন্তে নেমেই চরম পদক্ষেপ গোয়েন্দা বিভাগের...
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত কয়েক মাস ধরে কলকাতা শহরে একাধিক বাইক চুরির ঘটনা ঘটেছে। একাধিক ব্যবস্থা নিলেও কিছুতেই রোখা যাচ্ছিল না বাইক চুরির ঘটনা। মামলার তদন্তে নিয়োগ করা হয় মেট্রোপলিটন ট্রান্সপোর্ট স্কোয়াড, গোয়েন্দা দপ্তরের পুলিশ আধিকারিকদের। তদন্ত চলাকালীন বিভিন্ন সূত্র ব্যবহার করা হয় এবং প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হয়, কিন্তু তারপরেও কোনও ফল মেলেনি।

    কিন্তু হাল ছাড়েনি কলকাতা পুলিশ। গোয়েন্দা বিভাগের আধিকারিকরা প্রতিদিন ধারাবাহিকভাবে নজরদারি চালিয়ে যাচ্ছিলেন এবং অপরাধীদের শনাক্ত করতে কোনোরকম ঢিলেমি করেননি। অবশেষে, বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে প্রমাণ সংগ্রহ করা হয়। সন্দেহভাজনদের একটি তালিকা সামনে আসে।

    সেখান থেকেই সন্দেহভাজনদের গতিবিধি অনুসরণ করে স্বপন মন্ডল (৫০)এবং তার সহযোগী অরুণ ভুঁইয়া (৩৪) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং ধৃতদের বয়ান অনুযায়ী অভিযান চালিয়ে মোট ১০টি চুরি হওয়া বাইক উদ্ধার করেছে পুলিশ।  ধৃত দুই অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)