মৃত্যু উপত্যকার কাছেই ছিলেন জলপাইগুড়ির শুভম, শোনালেন শিউরে ওঠা কাহিনী
বর্তমান | ২৬ এপ্রিল ২০২৫
জলপাইগুড়ি, নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় শোরগোল গোটা দেশে। আতঙ্কে বহু পর্যটক ও ট্যুর অপারেটররা। তেমনই আতঙ্কগ্রস্ত এক ট্যুর অপারেটর হলেন শুভম দাস।জঙ্গি হামলার আগের দিনই জলপাইগুড়ির ১৮ জন পর্যটককে নিয়ে কাশ্মীরের পহেলগাঁওয়ে পৌঁছান তিনি। যেদিন জঙ্গি হামলার ঘটনা ঘটে সেদিন তাঁদের বৈসরন ভ্যালি যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বদল হয় ট্যুর প্ল্যান। তবে ঘটনাস্থল থেকে খুব দূরে ছিলেন না তাঁরা। জলপাইগুড়ি ফিরে হাড় হিম করা সেই অভিজ্ঞতার কথা শোনালেন জলপাইগুড়ি শহরের কোরানিপাড়ার বাসিন্দা শুভম। তিনি জানান, “জঙ্গি হামলার মুখে না পড়লেও সেনা বাহিনীর গোটা এলাকা দখল নিয়ে নেওয়া, মাথার উপর সেনার কপ্টারের চক্কর, গাড়ির লাইন, লোকজনের ছোটাছুটি, সবার চোখে-মুখে আতঙ্ক, এখনও ভাবলে শিউরে উঠছি।” উল্লেখ্য, হামলার পরেই এলাকায় কারফিউ শুরু হয়ে যায়। পর্যটকদের হোটেল বন্দি করে দেওয়া হয়। পরদিন অনেক কষ্টে স্থানীয় এক বন্ধুর সহযোগিতায় কয়েকটা গাড়ি জোগাড় করে শ্রীনগরে ফেরেন শুভমরা। শুভম বলেন, “আমাদের সঙ্গে অনেকে বয়স্ক মানুষ ছিলেন। বৈসরন ভ্যালি যাওয়া হলে কী যে হতো ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।”