• জঙ্গি হামলার প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি দিল না হাইকোর্ট
    দৈনিক স্টেটসম্যান | ২৬ এপ্রিল ২০২৫
  • পহেলগামে জঙ্গি হামলায় বেছে বেছে হিন্দু নিধন। প্রতিশোধের আগুনে ফুটছে গোটা দেশ! বিষয়টিকে রাজনৈতিক ইস্যু করতে চেয়েছিল বিজেপি। প্রতিবাদে শহরে মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। শুনানির পর বিচারপতি মিছিলের অনুমতি দেননি। তিনি আপাতত মামলাটি স্থগিত রেখেছেন।

    প্রসঙ্গত পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ আতঙ্কিত। জঙ্গিদের উপর পাল্টা জবাব দিতে চাইছে গোটা দেশ। বঙ্গের বিজেপিও বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার করতে চেয়েছিল। তারা শুক্রবার বিকেলে টালিগঞ্জ করতে চেয়েছিল। তারা এই মিছিলকে অরাজনৈতিক বলে দাবি করলেও এই মুহূর্তের উত্তপ্ত পরিস্থিতির কথা বিবেচনা করে সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। আর তার বিরুদ্ধেও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু হাইকোর্টও এই মিছিলে অনুমতি দেয়নি।

    জানা গিয়েছে, মামলাটি স্থগিত রেখেছে হাইকোর্ট। বিজেপির আইনজীবী এই মিছিলকে ‘অরাজনৈতিক’ বলে কোর্টের অনুমতি প্রার্থনা করলেও সেই অনুমতি দেয়নি হাইকোর্ট।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)