পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্নমকুমার সাউয়ের বাড়িতে গেলেন তৃণমূলের নেতারা। দলের তরফে ওই পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে। হুগলির তৃণমূল নেতৃত্ব শুক্রবার ওই জওয়ানের রিষড়ার বাড়িতে যান। তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম গুই, রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র, হুগলি জেলা যুব তৃণমূল সভাপতি শুভদীপ মুখোপাধ্যায়রা পূর্নমকুমার সাউয়ের পরিবারের সঙ্গে দেখা করেন।
প্রসঙ্গত, পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে পোস্টিংয়ে রয়েছেন হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্নমকুমার সাউ। বুধবার বিকেলে ‘ভুল করে’ তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন। তারপরই তাঁকে আটক করে পাকিস্তানি সেনা। পূর্নমকুমার সাউয়ের পাকিস্তানে আটকে পড়ার খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী রজনী সাউ ও মা দেবন্তি দেবী। তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার ওই পরিবারের সঙ্গে সবসময় আছে। যে কোনও প্রয়োজনে রাজ্য সরকারকে পাওয়া যাবে।
জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সবরকমভাবে ওই পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারও ওই জওয়ানের বাড়িতে যান। রাহুল গান্ধীর সঙ্গেও ফোনে এই বিষয়ে তাঁর কথা হয়েছে বলে তিনি জানান। ওই জওয়ানের স্ত্রী রজনী সাউ বলন, ‘স্বামী ১৭ বছর ধরে বিএসএফের চাকরি করছেন। আমি চাই তিনি তাড়াতাড়ি ঘরে ফিরে আসুক।’