বাইপাসের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম মা উড়ালপুল। তাই মেরামতির কাজের জন্য মা উড়ালপুল কিছুক্ষণ বন্ধ থাকলেই সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। চলতি বছরে কিছুদিন আগেই সংস্কারের কাজের জন্য নির্দিষ্ট সময়ে বন্ধ রাখা হয়েছিল মা উড়ালপুল। এ বার ফের একবার মেরামতির কাজে মা উড়ালপুল বন্ধ রাখার কথা জানাল কলকাতা পুলিশ। তবে চিন্তার কোন কারণ নেই। সারাদিন নয়, বরং দিনের একটি নির্দিষ্ট সময়ে বন্ধ রাখা হবে কলকাতার সবচেয়ে ব্যস্ততম উড়ালপুল। কতদিন বন্ধ থাকবে উড়ালপুল? কোন সময়ে বন্ধ রাখা হবে?
এ বিষয়ে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মেরামতির কাজের জন্য আগামী ২৮ এপ্রিল থেকে মে মাসের ২৭ তারিখ পর্যন্ত দিনের একটি নির্দিষ্ট সময়ে বন্ধ রাখা হবে মা উড়ালপুল। এই কয়েকদিন রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে মা উড়ালপুলে।
সাইন্স সিটি থেকে পিটিএসমুখী অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সময় উড়ালপুল বন্ধ থাকবে সেই সময়টাতে যাত্রীদের বিকল্প রাস্তা ধরে গন্তব্যে পৌঁছতে হবে। তাঁদের ইএমবাইপাস, পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার দিয়ে যেতে হবে। ঘুরপথে যাওয়ার জন্য সেক্ষেত্রে যাত্রীদের কিছুটা হয়রানির মুখেও পড়তে হবে।
চলতি বছরে এর আগে দু’বার মা উড়ালপুল বন্ধ রেখে মেরামতির কাজ করেছে প্রশাসন। এ বার ফের সেই কাজেই আগামী সোমবার থেকে নির্দিষ্ট সময়ে বন্ধ থাকতে চলেছে কলকাতার সবচেয়ে ব্যস্ততম উড়ালপুল।