চন্দননগরে আন্তর্জাতিক গণিত সন্মেলনের আয়োজন, উপস্থিত দেশ বিদেশের গণিতজ্ঞরা...
আজকাল | ২৬ এপ্রিল ২০২৫
মিল্টন সেন,হুগলি: দেশ বিদেশের গণিতজ্ঞদের উপস্থিতিতে শুরু হল গণিতের আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার চন্দনননগর খলিসানি কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত দু'দিনের এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা গণিতজ্ঞ ড. কল্লোল পাল। যোগ দিয়েছিলেন দেশ বিদেশ থেকে আসা গণিত গবেষক এবং গণিতজ্ঞরা।
এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে ড. কল্লোল পাল বলেছেন, "ম্যাথামেটিকাল এক্সচেঞ্জ বা আদান প্রদানের মাধ্যমে ভবিষ্যতে পড়ুয়ারা উপকৃত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি কলেজগুলো গবেষণার ক্ষেত্র হয়ে উঠতে সহায়ক হবে এধরনের আন্তর্জাতিক সম্মেলন। কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে গোটা বিশ্বের দরবারে প্রভাব পড়বে এই সম্মেলনের।"
এই সম্মেলনে মোট ১১১ জন গণিতজ্ঞ অংশগ্রহণ করেন। তার মধ্যে ৫৮ জন উপস্থিত ছিলেন খলিসানী কলেজে। বাকি ৫৩ জন গণিতজ্ঞ যোগ দিয়েছিলেন অনলাইনে। জাপান, মেক্সিকো, আয়ারল্যান্ড, স্পেন, আফ্রিকার তিনটি দেশ এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে গণিতজ্ঞ, রিসার্চ স্কলাররা দু'দিন ধরে অফ লাইন ও অন লাইনে এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনের মোট আটটি প্যারালাল এবং টেকনিক্যাল সেশনে মোট ৮২ টি গবেষণাপত্র পাঠ করা হবে।
এই প্রসঙ্গে চন্দননগর খলিশানি কলেজের অধ্যক্ষ ড. অর্ঘ্য ব্যানার্জি বলেছেন, খলিশানি কলেজের মত একটি আন্ডার গ্রাজুয়েট কলেজে এই ধরনের আন্তর্জাতিক গণিতের সম্মেলন নিশ্চিতভাবে প্রশংসার দাবি রাখে। সম্মেলনে দেশ-বিদেশের গণিতজ্ঞরা বক্তব্য রাখবেন। তাঁদের সঙ্গে সরাসরি গণিত বিনিময় অর্থাৎ ম্যাথামেটিকাল এক্সচেঞ্জ হবে। এটা একটা বড় প্রাপ্তি এই কলেজ ও অন্যান্য কলেজের পড়ুয়াদের। খলিশানি কলেজে আয়োজিত এই সম্মেলনে যোগ দিয়েছিল হুগলি জেলার সমস্ত কলেজ থেকে আসা প্রতিনিধিরা।