সংবাদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির ডিআই ফান্ড মার্কেটের ভবন মেরামতের কাজ থমকে। সমস্যা মেটাতে এগিয়ে এসেছে ব্যবসায়ী সমিতির নবগঠিত বোর্ড। প্রথম পর্যায়ে মার্কেট কমপ্লেক্স আবর্জনামুক্ত করতে চায় ব্যবসায়ী সমিতি। তবে ফান্ডের অভাবে থমকে সেই কাজ। এজন্য মহকুমা পরিষদ সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা।
নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি তথা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পৃথ্বীশ রায় বলেন, নালা সাফাই, শৌচালয় পরিষ্কারের মতো কাজগুলি আমরা প্রথমে করব। তবে ব্যবসায়ী সমিতির নিজস্ব কোনও আয় নেই। এজন্য শিলিগুড়ি মহকুমা পরিষদ, পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। খুব শীঘ্রই কাজগুলি করা হবে। আগামীতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও মহকুমা পরিষদের উদ্যোগে ভবনের সামনে শেড সংস্কারের পরিকল্পনা রয়েছে আমাদের। সেখানে মাছ ও সব্জি বাজার নিয়ে যাব।
নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, নকশালবাড়ি বাজার আবর্জনামুক্ত করতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ নিয়মিত চলছে। ডিআই ফান্ড মার্কেট মেরামতের বিষয়টি নিয়েও একপ্রস্থ আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ২০০০ সালে এসজেডিএ’র উদ্যোগে কোটি টাকার খরচ করে নকশালবাড়ির ঘাটানিমোড়ে ত্রিতল মার্কেট কমপ্লেক্সটি বানানো হয়। মাছ বাজার সহ অন্যান্য ব্যাবসায়ীদের স্টল রয়েছে। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে ভবনটি বিপজ্জনক অবস্থায়। ভবনের দ্বিতীয় তলায় মাছ বাজারে ন’জন আড়তদার সহ ৪৯ জন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা আছেন।
নিচের তলায় ৩০টি স্টলের মধ্যে ১৫টি স্টলে দোকান বসে। তৃতীয় তলে ৪০টি স্টলের শাটার প্রথম থেকেই বন্ধ। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন জায়গায় ফাটাল ধরেছে। সিঁড়িও বিপজ্জনক অবস্থায়। নিকাশি নালা থাকলেও আউটলেট না থাকায় জমে থাকছে বর্জ্য। বৃষ্টিতে মার্কেটের নীচে জল জমছে। তখন নালার নোংরা জল উপচে পড়ায় নাজেহাল হন ক্রেতা-বিক্রেতারা।