• নকশালবাড়িতে গণধর্ষিতা নাবালিকার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার দাবি
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়িতে নাবালিকা গণধর্ষণকাণ্ডে সাক্ষী এবং নির্যাতিতার পরিবারের নিরাপত্তার দাবিতে নকশালবাড়ি থানায় বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। শুক্রবার দার্জিলিং জেলা চিয়া কামান মজদুর ইউনিয়নের ব্যানারে এই বিক্ষোভে অংশ নেন এলাকার বাসিন্দারা।

    গত রবিবার নকশালবাড়ির একটি বাগানে ১৬বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এলাকার তিন যুবককে গ্রেপ্তার করে পুলিস। ইতিমধ্যে নকশালবাড়ি থানার পুলিস ধৃতদের তিনদিনের হেফাজতে নিয়ে তদন্ত করছে। এদিকে অভিযুক্তদের পরিবার নাবালিকার পরিবার সহ নাবালিকাকে উদ্বার করা বাগানের নিরাপত্তারক্ষীকে ভয় দেখাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। নিরাপত্তা রক্ষীর স্ত্রী বলেন, আমার স্বামী গ্রামের নাবালিকাকে বাঁচিয়ে পাশে দাঁড়িয়েছে। এটা নাকি ও অপরাধ করে ফেলেছে। তেমন কথা বলে এখন আমাদের ভয় দেখানো হচ্ছে। এজন্য পুলিস নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ হয়েছি।

    স্থানীয় এক মহিলা বর্তিলা মাহালিয়া বলেন, নির্যাতিতার পরিবার সহ সাক্ষীর পরিবারকে ভয় দেখাচ্ছে অভিযুক্তদের পরিজন। আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। এদিকে সংগঠনের সম্পাদক গৌতম ঘোষ বলেন, এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। আইনের কোনও ফাঁকে অভিযুক্তরা ছাড়া না পায়। তা পুলিস ও প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। একেইসঙ্গে এলাকার আতঙ্কিত মানুষদের নিরাপত্তা পুলিসকে সুনিশ্চিত করতে হবে। তা নাহলে আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামব।
  • Link to this news (বর্তমান)