১২০০ মিটার রাস্তা বেহাল, পার মেখলিগঞ্জে ক্ষোভ বাসিন্দাদের
বর্তমান | ২৬ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, হলদিবাড়ি: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্ৰামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের ঝাড় সিংহাসন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ২০ বছর ধরে গণপতি রায়ের দোকান থেকে বিএসএফের ঝাড় সিংহাসন বিওপি হয়ে তিস্তা বাঁধ পর্যন্ত ১২০০ মিটার রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে পাঁচটি গ্ৰামের মানুষ যাতায়াত করে। এই রাস্তার ধারে দু’টি অঙ্গওয়াড়ি কেন্দ্র ও একটি স্কুল আছে। ভোট এলেই জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের আশ্বাস মেলে। কিন্তু ভোট মিটে গেলেও সমস্যা থেকে যায়। স্থানীয় বাসিন্দা মোলানি দেব অধিকারী বলেন, ২০ বছর ধরে বেহাল রাস্তা সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এদিন আমরা সবাই মিলে একত্রিত হয়ে বিক্ষোভ দেখাই। আমরা চাই, দ্রুত রাস্তা সংস্কার করা হোক।
গৃহবধূ মানসী অধিকারী জানান, এই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। এই রাস্তা দিয়ে বিএসএফের গাড়ি চলাচল করে। ছাত্রছাত্রীরা স্কুলে যায়। বর্ষাকালে বৃষ্টির জল রাস্তার উপর দিয়ে বয়ে যায়। ফলে রাস্তার কোথাও কাদা জমে থাকে। বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসন থেকে শুরু করে ‘দিদিকে বলো’তে অভিযোগ করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি। দ্রুত রাস্তাটি সংস্কার চাই।
এ বিষয়ে পার মেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান রমানাথ বর্মন বলেন, রাস্তাটির বিষয়ে পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি। আশা করছি, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু করা হবে। নিজস্ব চিত্র