• জলসা শুনতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু টোটোর যাত্রীর
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ফের রায়গঞ্জ শহর সংলগ্ন জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই টোটো। টোটোয় চেপে বাড়ি থেকে জলসা শুনতে যাওয়ার পথে আকস্মিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত্যু হয়েছে একজন যাত্রীর। আহত ৩ জন। সকলের বাড়ি ঘোড়াডিহা বারসোই থানা এলাকায়। তাঁরা চিকিৎসাধীন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। দিনকয়েক আগেও জাতীয় সড়কের উপরে দুর্ঘটনার কবলে পড়ে টোটো। ইটাহারে দুর্গাপুর লাইন বাজারের কাছে জাতীয় সড়কের উপর একটি নিয়ন্ত্রণহীন লরি টোটোতে ধাক্কা দেয়। এছাড়াও কিছুদিন আগেই পানিশালা সংলগ্ন জাতীয় সড়কে শীতগ্রাম স্কুলের সামনেও ছাত্রী বোঝাই একটি টোটো দুর্ঘটনার কবলে পড়ে। আর তাই জাতীয় সড়কের উপরে টোটো চলাচল নিয়ে মাঝেমধ্যে অসন্তোষ উঠে আসে বিভিন্ন মহল থেকে। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের পানিশালা সংলগ্ন কৃষ্ণমুড়ি এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। জাতীয় সড়কের ধরে ডালখোলার দিক থেকে রায়গঞ্জগামী একটি গাড়ি কৃষ্ণমুড়ি এলাকায় পৌঁছতেই একটি যাত্রী বোঝাই টোটো সামনে চলে আসে। তখনই দ্রুতগতিতে থাকা গাড়িটি ধাক্কা দেয় টোটোটিকে। আহত হন টোটোর যাত্রীরা। গুরুতর অবস্থায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় আহতদের। চিকিৎসা শুরু হলেও মৃত্যু হয় মহবুবা খাতুন (৫০) নামে এক মহিলার। তাঁর বাড়ি বিহারের বারসই থানা এলাকায়। সেইসঙ্গে আহত হন মহবুবা খাতুনের স্বামী মঞ্জুর আলম (৫৫) এবং তাঁদের পুত্রবধূ আরজু পারভিন ও তাঁর ছোট্ট শিশু সন্তান।  দুর্ঘটনায় জখম টোটোর এক যাত্রী।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)