• গরমে চাহিদা বাড়ছে মাটির তৈরি কলসি ও বোতলের
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: গরম পড়তেই দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে মাটির কলসি বা কুঁজোর চাহিদা। জেলায় কলসি তৈরি হলেও তার গুণগতমান ভালো নয় বলে মত অনেকের। সেকারণে প্রতিবেশী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পালপাড়ায় তৈরি মটকা, মাটির গ্লাস, মাটির জলের বোতল বিক্রি হচ্ছে গঙ্গারামপুরে। চাহিদাও প্রচুর। গরমে জল ঠান্ডা রাখতে বাজারে চাহিদা বাড়তে শুরু করেছে মাটির তৈরি জলের মটকা, কলসি বা কুঁজোর। গঙ্গারামপুর শহরের ব্যবসায়ী আকাশ রায় বলেন, আমরা রায়গঞ্জ থেকে জলের মটকা নিয়ে এসে ব্যবসা করছি। আমাদের জেলার কুমোরদের তৈরি কুঁজো, মটকার গুণগত মান নেই। তাই পাশের জেলা থেকে মাটির এসব জিনিস নিয়ে আসা হচ্ছে। বিক্রিও ভালো।

    গঙ্গারামপুরের স্থানীয় বাসিন্দা অভিরাম সর্দার বলেন, গতবছরে জেলার তৈরি একটি মাটির মটকা নিয়েছিলাম জল ঠান্ডা রাখতে। মাটির তৈরি মটকার গুণমান ভালো না হওয়ায় হয় ফুটো বেরচ্ছে, নয়তো ভেঙে যাচ্ছে। তাই এবারে ভালো মানের মটকা কিনলাম। দক্ষিণ দিনাজপুর জেলায় তৈরি মাটির কলসি বা কুঁজোর মান নিয়ে ক্রেতা ও বিক্রেতারা প্রশ্ন তুললেও তা কিন্তু ভিনরাজ্যে যাচ্ছে। গঙ্গারামপুর কালীতলা পালপাড়ার কুমোর হরেন পাল বলেন, গ্রীষ্মকাল পড়তেই মাটির তৈরি জলের মটকা রাজস্থান, দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশে যাচ্ছে। জেলার মানুষের আমাদের তৈরি মটকা পছন্দ না হলেও বাইরের রাজ্যে আমাদের মাটির তৈরি পাত্রের যথেষ্ট কদর রয়েছে। আমরা পাইকারি বিক্রি করছি। খুচরো বিক্রি হলে হবে, নাহলেও বাইরেই পাঠাব সব।  গঙ্গারামপুরে নিউমার্কেট এলাকায় তোলা নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)