• পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, নমুনা সংগ্রহ বম্ব স্কোয়াডের
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ। ঘটনায় উড়ে গেল টিনের চাল। শুক্রবার দুপুরে গঙ্গারামপুর থানার নন্দনপুর রেলগেট সংলগ্ন এলাকায় ঘটনা। পরিত্যক্ত বাড়ি থেকে হঠাৎ বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর টিনের বাড়িটি থেকে  বারুদের গন্ধ বেরতে থাকে।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিকের নেতৃত্বে বিশাল বাহিনী। পুলিস পরিত্যক্ত বাড়িটি ঘিরে ফেলে। বালুরঘাট জেলা সদর থেকে আসে বম্ব স্কোয়াড। পরিত্যক্ত বাড়ির প্রত্যেকটি ঘরে তন্নতন্ন করে চলে বিস্ফোরকের খোঁজ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, পরিত্যক্ত বাড়িটির মালিক বিজয় মজুমদার। তিনি প্রয়াত। তাঁর পরিবার এখন অন্য জায়গাতে থাকায় বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের একাংশের অনুমান, এলাকায় অপরাধমূলক কাজের জন্য দুষ্কৃতীরা   পরিত্যক্ত বাড়িটিতে বোমা মজুত করে রেখেছিল। স্থানীয় বাসিন্দা রমেশ হালদার বলেন, তীব্র গরম বাইরে বেরনো যাচ্ছে না বলে বাড়িতেই ছিলাম। হঠাত্ আওয়াজে কেঁপে ওঠে বাড়ি। প্রথমে ভেবেছিলাম কোনও গাড়ির টায়ার ফেটেছে। পরে বাড়ি থেকে বেরিয়ে জানতে পারি রেলগেট এলাকায় একটি পরিত্যক্ত টিনের বাড়িতে বিস্ফোরণ হয়েছে। বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিস। এলাকায় বাড়ানো হয়েছে পিকেটিং। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, কী বিস্ফোরণ হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। জেলা থেকে বম্ব স্কোয়াড এসেছে। তারা নমুনা সংগ্রহ করে রিপোর্ট দিলেই বলা সম্ভব হবে,- ওই ঘরে কী ছিল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য জানার চেষ্টা করছি।
  • Link to this news (বর্তমান)