বাংলার বাড়ি: মে মাসে ৪৫ হাজার উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা
বর্তমান | ২৬ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলায় বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পে উপভোক্তার সংখ্যা ৪৫হাজার ৫১১জন। উপভোক্তারা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে ঘর তৈরির কাজ শুরুও করেছেন। এবার মে মাসে তাঁরা দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন। শুক্রবার জেলা প্রশাসন তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
জেলাশাসক আর বিমলা বলেন, জেলায় বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পের উপভোক্তারা মে মাসে তাঁদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। জেলায় মোট ৪৫ হাজার ৫১১জন উপভোক্তাকে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তিতে ২৭৩কোটি টাকা দেওয়া হবে। এখন তারই প্রস্ততি চলছে।
বাংলার বাড়ি প্রকল্পে ঘর তৈরির জন্য উপভোক্তাদের দুই কিস্তিতে ৬০ হাজার করে ১লক্ষ ২০হাজার টাকা দেওয়া হয়। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেলে উপভোক্তারা ঘর তৈরির কাজও শুরু করেন। উপভোক্তাদের প্রথম কিস্তির টাকায় শুরু হওয়া ঘরের কাজ ব্লকে ব্লকে বিডিওরা খতিয়েও দেখেছেন। বিডিওরা সেই রিপোর্ট জেলায় পাঠিয়েছিল। উপভোক্তারা প্রত্যেকে প্রথম কিস্তির টাকা দিয়ে ঘরের কাঠামো বানিয়ে ফেলায় সন্তোষ প্রকাশ করেছে জেলা প্রশাসন। সেজন্য মে মাসে উপভোক্তারা দ্বিতীয় কিস্তির ৬০হাজার টাকা পাচ্ছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে জেলায় সবচেয়ে বেশি উপভোক্তা রয়েছে ফালাকাটা ব্লকে। সংখ্যাটা ৯হাজার ৩৮২ জন। তারপরই রয়েছে আলিপুরদুয়ার-২ ব্লকে। চা বলয়ের এই ব্লকে উপভোক্তার সংখ্যা ৯হাজার ৩২৩। অন্যদিকে, আলিপুরদুয়ার-১ ব্লকে ৭ হাজার ৯৭৬, কালচিনি ব্লকে ৮ হাজার ৯২, কুমারগ্রাম ব্লকে ৬হাজার ২৩৩ এবং মাদারিহাট ব্লকে ৪ হাজার ৫০৫জন উপভোক্তা রয়েছেন। প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উপভোক্তারা খুশি।
এই ব্যাপারে জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, সামনেই বর্ষা। তার আগেই উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। এতে বর্ষার আগে উপভোক্তাদের ঘর তৈরি করে নিতে পারবেন।